| |
               

মূল পাতা সারাদেশ পাবনায় সর্বনিম্ন তাপমাত্র ৬.২ ডিগ্রি


পাবনায় সর্বনিম্ন তাপমাত্র ৬.২ ডিগ্রি


পাবনা জেলা     01 February, 2021     12:19 PM    


উত্তরের জনপদ পাবনা অঞ্চলের উপর দিয়ে বইছে মাঝারি শৈত প্রবাহ। পাবনা ঈশ্বরদী আঞ্চলিক আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, আজকের তাপমাত্র রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুমের এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা।

রোববার (৩১ জানুয়ারি)  সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় সেই তাপমাত্রা ৬. ২ ডিগ্রি সেলিয়াস নেমে আসে। শনিবার রাত থেকেই শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। দিনের প্রথম ভাবে সূর্যের দেখা না মিললেও দুপুরে আগ দিয়ে বেশ ভালোভাবে সূর্যের তাপ বিকরিত হয়েছে। আর এই কারণে কিছুটা হলেও শান্তি অনুভব করেছে সাধারণ মানুষ। তবে দিন গড়ার সাথে সাথে উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে অনেক গুণ।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন, পাবনা অঞ্চলের উপর দিয়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। রোববার তিন ধাপে ৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটাই সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিন তাপমাত্রা নিচে থাকবে। তাই প্রচন্ড ঠান্ডা অনুভব হবে। মেঘলা ও কুয়াশাচ্ছন্ন থাকতে পারে আকাশ।
-জেড


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: