নিজস্ব প্রতিনিধি 04 December, 2020 06:34 PM
রাজধানীর পুরানা পল্টনে ভাস্কর্যবিরোধী মিছিলে ফের লাঠিচার্জ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবারও ভাস্কর্যবিরোধী মিছিল লাঠিচার্জ করেছিলো পুলিশ।
শুক্রবার (৪ ডিসেম্বর) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে ভাস্কর্যবিরোধী মিছিলের চেষ্টা করা হয়। এ সময় ভাস্কর্যবিরোধী স্লোগান দেয়া শুরু করলে লাঠিচার্জ করে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল।
এদিন বায়তুল মোকাররম-পল্টন-কাকরাইল এলাকায় জুমার নামাজের আগে থেকেই বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা ছিল। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টনের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু জানান, পূর্ব অনুমতি ছাড়া সব প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ। আজ (শুক্রবার) মিছিলের ব্যাপারে আমরা আগে থেকেই সতর্ক ছিলাম। হঠাৎ করে একদল মুসল্লি নামাজ শেষে বায়তুল মোকাররম থেকে মিছিল বের করলে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। তবে কে বা কারা এ মিছিলের আয়োজন করেছে তা এখনো জানা যায়নি।