| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল জমিয়ত নেতা মাওলানা মুশতাক হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করল ইসলামী আন্দোলন


জমিয়ত নেতা মাওলানা মুশতাক হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করল ইসলামী আন্দোলন


রহমত নিউজ     07 September, 2025     11:03 AM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, খুন-গুমের হাত থেকে রক্ষা পেতে দেশে একটা গণঅভ্যুত্থান হয়ে গেলো কিন্তু জাতি খুন-গুমের হাত থেকে রক্ষা পেলো না; আজকের বাংলাদেশে এটাই সব থেকে বড় হতাশার বিষয়। জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুশতাক আহমেদের হত্যাকাণ্ড আমাদের চমকে দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছে। একই সাথে শোকাহত পরিবার, মাওলানার ছাত্র, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্খিদের প্রতি সমবেদনা জানাচ্ছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, মাওলানা মুশতাক তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। অর্থ্যাৎ তিনি অপরাধীচক্রের হাতে পড়ার পরে প্রশাসন যদি যথাযথ পদক্ষেপ নিতো তাহলে হয়তো মাওলানা মুশতাককে এভাবে জীবন দিতে হতো না। প্রশাসনের এই উদাসীনতায় এমন মৃত্যুর দায়ভার রাষ্ট্রকেই বহন করতে হবে।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মুশতাকের মতো একজন আলেমে দ্বীনের হত্যাকাণ্ডে উদ্বিগ্ন বোধ করছে এবং প্রশাসনের কাছে দাবী জানাচ্ছে যে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত করতে হবে এবং দ্রুততার সাথে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।