শেখ আশরাফুল ইসলাম 02 September, 2025 01:06 PM
ইসলামী দলগুলোর রাজনৈতিক ঐক্য, জোটবদ্ধ রাজনীতি, জামায়াতে ইসলামীর সাথে আদর্শিক বিরোধ, রাজনীতিতে হেফাজতের সক্রিয়তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে রহমত নিউজের সাথে কথা বলেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। বিশেষ এই সাক্ষাৎকারটি নিয়েছেন শেখ আশরাফুল ইসলাম।
রহমত নিউজ : শোনা যাচ্ছে আপনারা বিএনপির সাথে জোটে যাবেন, তাই প্রথমেই জানতে চাই আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জমিয়ত আসলে কাদের সাথে জোট করবে?
মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া : জমিয়ত রাজনৈতিক দল হিসেবে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিভিন্ন জোটের আলোচনা সামনে এসেছে। জমিয়ত কার সাথে জোট করবে তা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জোটবদ্ধ নির্বাচন করতে হলে দেশ-জাতি, ইসলাম ও মুসলমানদের কল্যাণের কথা বিবেচনা করেই জমিয়ত নির্বাচনকালীন জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। জোটের পক্ষে অনুকূল পরিবেশ তৈরি না হলে জমিয়ত এককভাবেও নির্বাচন করতে পারে।
রহমত নিউজ : চব্বিশের গণ-অভূত্থানের পর ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের যে সম্ভাবনা দেখা দিয়েছিল, সেটি নষ্ট হলো কেন?
মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া : আমি মনে করি সম্ভাবনা এখনো শেষ হয়নি।
রহমত নিউজ : কী সম্ভাবনা দেখতে পাচ্ছেন, এটা যদি আরও একটু খোলামেলা বলতেন।
মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া : ঐক্য প্রক্রিয়ার বিষয়টি যেহেতু এখনো আলোচনার টেবিলে রয়েছে তাই সম্ভাবনা দেখছি। শেষ মুহূর্তের আগে চুড়ান্ত কিছু বলা যাচ্ছে না এ ব্যাপারে।
রহমত নিউজ : সত্যিকার অর্থে কোনো সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হওয়ার ব্যাপারে?
মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া : সকলেই তো ভালোর সম্ভাবনা দেখে।
রহমত নিউজ : অর্থাৎ আপনারাও সম্ভাবনা দেখছেন ঐক্যের; সেটি আসলে কীভাবে হবে? এক্ষেত্রে জমিতের ভূমিকা কী হওয়া উচিত?
মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া : জমিয়ত সব সময় ঐক্যের বেলায় অগ্রণী ভূমিকা রাখে। এর দৃষ্টান্তও রয়েছে। তবে সে ঐক্য হতে হবে ফলপ্রসূ। যে ঐক্যে হক বাতিলের ব্যবধান মুছে যাওয়ার পরিবেশ তৈরি হওয়ার পথ উন্মুক্ত হবে, জমিয়ত সেই ঐক্য থেকে দূরে থাকবে।
রহমত নিউজ : মাঝেমধ্যেই হেফাজতের রাজনৈতিক সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠে, এ ব্যাপারে আপনার বক্তব্য কী?
মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া : হেফাজত একটি অরাজনৈতিক ধর্মীয় প্লাটফর্ম। রাজনৈতিক সংশ্লিষ্টতা কোনোভাবেই কাম্য নয়। তবে কোন রাজনৈতিক পক্ষ থেকে ইসলাম ও মুসলমানদের উপর কোন আঘাত আসলে, হেফাজতের বক্তব্য থাকাটাই স্বাভাবিক। যেহেতু হেফাজত ধর্মীয় প্লাটফর্ম তাই এমন পরিস্থিতিতে হেফাজত সক্রিয় হয়ে উঠবে এটাই স্বাভাবিক। তবে কোন ব্যক্তি বা গোষ্ঠী হেফাজতকে নিজস্ব রাজনৈতিক অভিলাষ সিদ্ধির জন্য ব্যবহার করবে তা অবশ্যই নিন্দনীয়। এটা সম্পূর্ণরূপে হেফাজত প্রতিষ্ঠাদের উদ্যেশ্যের বিপরীত হবে। যে বা যারা এ ধরনের তৎপরতা চালাবে তাদের অবশ্যই নিবৃত করতে হবে।
রহমত নিউজ : কিছুদিন আগে জমিয়ত সভাপতির “জিহাদ” সম্পর্কিত একটি বক্তব্যকে ঘিরে বেশ আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল, কিছু কি বলবেন এ ব্যাপারে?
মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া : এটা একটা পুরাতন বক্তব্যকে কাটপিস করে প্রচার করা হয়েছে। এটি দূরভিসন্ধিমূলকভাবে করা হয়েছে। গুটিকয়েক লোকের বক্তব্য, ভূমিকা জিহাদের মত নিস্কলুষ ইবাদতকে প্রশ্নবিদ্ধ করে তুলছে, একশ্রেণীর মিডিয়া জিহাদের অপব্যাখ্যা করে জাতিকে বিভ্রান্ত করার অপপ্রয়াসে রত ছিল। আওয়ামী ফ্যাসিস্ট জিহাদকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের তগমা লাগিয়ে ইসলামের এ পবিত্র বিধানকে বিতর্কিত রূপ দিতে তৎপর ছিল, সে মুহূর্তে জমিয়ত সভাপতি জিহাদ সম্পর্কে ভারসাম্যপূর্ণ বক্তব্য দিয়েছেন।
জিহাদ সম্পর্কে ইসলামের সঠিক দিকনির্দেশনা কী–তিনি তাঁর বক্তব্যে সেই বিষয়টাই স্পষ্ট করতে চেয়েছিলেন। কিন্তু স্বার্থান্বেষী মহল পানি ঘোলা করার অপপ্রয়াস চালায়। যা খুবই দুঃখজনক। উপমহাদেশের আজাদীর জিহাদে জমিয়তের ত্যাগ, কুরবানী ও অংশগ্রহণ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশে খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত প্রতিষ্ঠার সংগ্রাম জমিয়ত করছে এবং করে যাবে আজীবন।
রহমত নিউজ : জামায়াতে ইসলামীর সাথে রাজনৈতিক ঐক্যে বাধা কোথায়? বলতে চাচ্ছি আপনাদের মধ্যে বিরোধটা আসলে কোথায়?
মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া : আসলে জামায়াতে ইসলামীর সাথে আমাদের নিজস্ব কোনো বিরোধ নেই। মূলত উপমহাদেশের সকল হালকার উলামায়ে কেরাম জামায়াত সম্পর্কে ভিন্নমত পোষণ করেছেন। এর কারণ হলো মাওলানা মওদুদী সাহেবের বিতর্কিত বক্তব্য ও লিখনি। যা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদার সম্পূর্ণ বিপরীত। সে সময়ের জগদ্বিখ্যাত উলামায়ে কেরাম বারবার তাকে সতর্ক করার পরও তিনি তার বক্তব্য প্রত্যাহার করেননি। তার অবস্থান থেকে ফিরে আসেননি। এ কারণে এমনকি জামায়াতের অন্যতম বেশ কয়েকজন প্রতিষ্ঠাতা জামায়াত থেকে পদত্যাগ করেন। বর্তমানেও তারা সে দৃষ্টিভঙ্গি লালন করে।
এ বিষয়ে আলোচনা করতে হলে লম্বা হয়ে যাবে। জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডও প্রায় বিতর্কিত হয়ে থাকে। আপনি একটু পিছনের ইতিহাস ঘাটলে তা দেখতে পাবেন।
রহমত নিউজ : জামায়াতকে বাদ দিয়ে যদি অন্যান্য ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য হয়, সেখানে কি জমিয়তকে দেখা যাবে?
মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া : জমিয়ত শুরু থেকেই এ কথা বলে আসছে।
রহমত নিউজ : অর্থাৎ জামায়াতকে বাদ দিয়ে ইসলামপন্থীদের মধ্যে ঐক্য হলে সেখানে জমিয়তকে দেখা যাবে?
মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া : ঐ যে বললাম, আমাদের দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শুরু থেকেই এ কথা বলে আসছে।
রহমত নিউজ : নির্বাচন নিয়ে আপনার ভাবনা কী? কোন আসন থেকে নির্বাচনে যাবেন?
মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া : আমি ব্যক্তিগতভাবে নির্বাচন করছি না। কিছু দায়িত্বশীল নির্বাচনী কার্যক্রম পরিচালনায় থাকতে হয়। আমাকেও দল সে জায়গায় রাখছে।
রহমত নিউজ : অনেকেই মনে করে জমিয়ত শুধুমাত্র কওমী মাদরাসাভিত্তিক দল, এক্ষেত্রে আপনার মতামত কী?
মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া : সম্পূর্ণ সঠিক নয়। যেহেতু জমিয়ত ধর্মীয় রাজনৈতিক দল, আর ধর্মীয় বিষয়ে উলামায়ে কেরামই মূখ্য ভূমিকা পালন করে তাই জমিয়তে উলামায়ে কেরামের নেতৃত্বের প্রাধান্য বেশি। সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সাড়াও পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ।
রহমত নিউজ : আপনাদের দলে সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ সাধারণত দেখা যায় না, সকলেই আলেম। অনেকেই সে বিষয়টা মাথায় রেখে হয়তো বলে...।
মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া : আপনি দেখে থাকবেন ধর্মীয় দলগুলোতে ধর্মপ্রাণ লোকের সম্পৃক্ততাই বেশি।
রহমত নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখল ইসলাম আলমগীরের সাম্প্রতিক সময়ে "দক্ষিণপন্থী" নিয়ে দেওয়া বক্তব্যকে আপনি কীভাবে দেখেন?
মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া : যে বক্তব্য বিতর্ক সৃষ্টি করে, তা থেকে সবাইকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি।
রহমত নিউজ : বিএনপিকে আপনি নিজে কিংবা আপনার দল জমিয়ত কোন পন্থী দল মনে করেন?
মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া : পন্থী শব্দ তো ব্যাখ্যা স্বাপেক্ষ।
রহমত নিউজ : আমি বলতে চাচ্ছি, বিএনপি ক্ষমতায় আসলে ইসলামপন্থীদের জন্য কল্যাণকর হবে কি-না?
মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া : ইসলামপন্থীদের কল্যাণ বলতে কি বুঝাতে চাচ্ছেন? সব দলের দৃষ্টিভঙ্গি তো এক না। আপনি একভাবে চিন্তা করবেন, আমি একভাবে করব। এটাই স্বাভাবিক। এগুলো সময় কথা বলবে।
রহমত নিউজ : আমাদেরকে সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য শুকরিয়া।
মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া : আপনাকেও ধন্যবাদ জানাই।