| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল নিবন্ধন ফিরে পাওয়ায় নেজামে ইসলাম পার্টিকে খেলাফত আন্দোলনের শুভেচ্ছা


নিবন্ধন ফিরে পাওয়ায় নেজামে ইসলাম পার্টিকে খেলাফত আন্দোলনের শুভেচ্ছা


রহমত নিউজ     03 September, 2025     07:33 PM    


ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আইনী লড়াইয়ের মাধ্যমে তাদের নিবন্ধন ফিরে পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

বুধবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্চা বার্তায় খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর শাখার আমীর মাওলানা মাহবুবুর রহমান এ শুভেচ্ছা জানান।

শুভেচ্চা বার্তায় তিনি লিখেন, আমরা বিশ্বাস করি, এই ঐতিহাসিক অর্জন কেবল নেজামে ইসলাম পার্টির কর্মী-সমর্থকদের জন্য নয়; বরং দেশের সর্বস্তরের ইসলামপ্রেমী জনগণের জন্য এক আনন্দের বার্তা। এ নিবন্ধন পুনরুদ্ধার প্রমাণ করে যে ন্যায় ও সত্যকে কখনোই পরাজিত করা যায় না। ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি পরিচালনায় এ সিদ্ধান্ত নতুন গতি সঞ্চার করবে।

তিনি বলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর দৃঢ়ভাবে আশা করে, নেজামে ইসলাম পার্টি ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য; আগামী ৩০ দিনের মধ্যে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত ২ আগস্ট এ বিষয়ে এক আবেদনের শুনানি শেষে বিচারপতি শশাংক শেখর সরকার ও বিচারপতি ফয়সল হাসান আরিফের বেঞ্চ এ আদেশ দেন। এক্ষেত্রে দলের প্রতীক নির্ধারণ করা হয়েছে “বই”।