রহমত নিউজ 02 September, 2025 06:42 PM
আগামী ৩০ দিনের মধ্যে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২ আগস্ট) এ বিষয়ে এক আবেদনের শুনানি শেষে বিচারপতি শশাংক শেখর সরকার ও বিচারপতি ফয়সল হাসান আরিফের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ইলেকশন কমিশন প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দলটির নিবন্ধন প্রদান না করায় দলটির সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ মুসা বিন ইজাহার পিটিশনার হয়ে হাইকোর্টে পিটিশনটি দায়ের করেন।
পিটিশনার এর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন ও মো. ওমর ফারুক। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুনতাসীর মাহমুদ রহমান; তাকে সহযোগিতা করে এএনএম আশিকুর রহমান খান।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দলটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে বলা হয়, “মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।”