| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব নারীদের পর্দা রক্ষায় অভিনব উদ্যোগ আফগানিস্তানের


নারীদের পর্দা রক্ষায় অভিনব উদ্যোগ আফগানিস্তানের


মুসলিম বিশ্ব ডেস্ক     30 December, 2024     10:30 AM    


তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার ক্ষমতায় আসার পর দেশটিতে বেড়েছে নারীদের নিরাপত্তা। তারই ধারাবাহিকতায় এবার নারীদের পর্দা রক্ষায় অভিনব উদ্যোগ গ্রহণ করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

নারীদের ব্যবহৃত জায়গা দেখা যায়, আবাসিক ভবনে এমন জানালার নির্মাণ নিষিদ্ধ করেছে ইমারাতে ইসলামিয়া। সেইসঙ্গে ভবনে এই ধরনের কোনও জানালা থাকলে সেগুলোও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আফগানিস্তানের সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনিন মাওলানা হেবাতুল্লাহ আখুন্দজাদা এই নির্দেশ জারি করেছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) তালেবান সরকারের একজন মুখমাত্র বিবৃতিতে বলেছেন, নতুন ভবনগুলোতে এমন জানালা থাকা উচিত নয়, যার মাধ্যমে আঙিনা, রান্নাঘর, প্রতিবেশীর কুয়া এবং নারীদের সচরাচর ব্যবহার করা অন্যান্য জায়গা দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে (এক্সে)  আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, রান্নাঘরে নারীদের কাজ, উঠানে বা কুয়া থেকে পানি সংগ্রহ করতে দেখলে—তা অশ্লীল কাজের দিকে নিয়ে যেতে পারে। 

প্রতিবেদনে বলা হয়েছে, জানালা দিয়ে যেন প্রতিবেশীদের বাড়ি দেখা সম্ভব নয় তা নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর নির্দেশনা দেওয়া হয়েছে।  

সরকারি আদেশে বলা হয়েছে, কোনও ভবনে এই ধরনের জানালা বিদ্যমান থাকলে ভবন মালিকদের প্রাচীর নির্মাণ বা জানালা ঢেকে দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হবে।