রহমত নিউজ 29 December, 2024 02:22 PM
আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) হাফেজ্জী হুজুর রহ.প্রতিষ্ঠিত কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া ইসলামিয়া মসজিদ চত্বরে এক “ইসলাহী জোড়” অনুষ্ঠিত হবে।
আজ রোববার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচরের নাযেমে তালিমাত (শিক্ষা সচিব) মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
তিনি বলেন, এই ইসলাহী জোড়ে বয়ান করবেন বাহাদুর শাহ পার্ক মাদরাসা মসজিদের খতিব মাওলানা আমানুল হক।
এসময় জোড়ে কামরাঙ্গীরচরের সকল মসজিদের ইমাম- খতিব এবং মসজিদ পরিচালনা কমিটিবৃন্দসহ সকলকে অংশগ্রহণের আহ্বান জানান মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।