| |
               

মূল পাতা জাতীয় ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত


৫ মাত্রার ভূমিকম্প অনুভূত


রহমত নিউজ     03 January, 2025     11:47 AM    


নতুন বছরের তৃতীয় দিনে ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল মিয়ানমার বলে জানা গেছে।

বেলা ১১টায় দৈনিক নয়া দিগন্তকে ভূমিকম্পের সত্যতা নিশ্চিত করেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো: সজীব হোসাইন।

৫ মাত্রার ভূমিকম্পে সিলেটে কম্পন অনুভূত হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নগরীর বহুতল ভবনের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত বাসা থেকে বেরিয়ে নিচে নেমে আসেন।