| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল সরকারের আর এক মুহূর্তও ক্ষমাতায় থাকার অধিকার নেই: নেজামে ইসলাম পার্টি


সরকারের আর এক মুহূর্তও ক্ষমাতায় থাকার অধিকার নেই: নেজামে ইসলাম পার্টি


রহমত নিউজ     27 July, 2024     09:25 PM    


বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর অধ্যক্ষ মাওলানা ছরওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার বলেছেন, দেশের জনগণের জান-মালের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও দেশ পরিচালনায় বর্তমান সরকার সম্পূর্ন  পরাস্থ।  এই ব্যার্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করা উচিত।

আজ (২৭ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয়  এসব কথা বলেন

নেতৃদ্বয় আরও বলেন, সরকারের পেটুয়া বাহিনী ও দলীয় সন্ত্রাসী ক্যাডার বাহিনী সরাসরি গুলি করে পাখির মত নিরিহ নিরস্র ছাত্র জনতাকে হত্যা করে কলংকিত অধ্যায়ের জন্ম দিয়েছে  এই নৃশংসতা পাক হানাদার বর্বরতাকে ও হার মানিয়েছে, লুটপাট ও ‍দুর্নিতীর দৌড়াত্বে দেশের অর্থনৈতীক মেরুদন্ড ভেঙ্গে পরেছে দেশের মানুষের জীবনযাত্র স্থবির হয়ে পরেছে। নতজানু পররাষ্ট্রনীতির কারনে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ বিপন্ন। এমতাবস্থায় এই সরকারের আর একমূহুর্ত ক্ষমাতায় থাকার অধিকার নেই। তাই নেতৃদ্বয় সরকারকে পদত্যাগের আহবান জানান।