রহমত নিউজ 13 September, 2025 07:52 PM
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার (কার্যনির্বাহী কমিটি) মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর কামরাঙ্গীরচরস্থ মারকাজুল খেলাফত জামিয়া নূরিয়া ইসলামিয়ায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমীরে খেলাফত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
সভায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং নিম্নে উল্লেখিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয় :
১। দ্রুততম সময়ের মধ্যে ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
২। "হাফেজ্জী হুজুর রহঃ ট্রাষ্ট" নামে একটি সেবা সংস্থা গঠন করা হবে।
৩। খেলাফত আইনজীবী আন্দোলন ও খেলাফত বুদ্ধিজীবী আন্দোলন নামে সহযোগী সংগঠন গঠন করা হবে।
৪। সারাদেশে দলের সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমীর মাওলানা শেখ আজিম উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাইদুর রহমান, হাজী জালাল উদ্দিন বকুল, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা কামরুল ইসলাম, আলহাজ্ব আবুল হাসান শাহজাহান, মাওলানা রুহুল আমিন, মাওলানা সাজিদুর রহমান ফয়েজী, মাওলানা মাহবুবুর রহমান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল, মাওলানা ইলিয়াস মাদারীপুরী, অধ্যক্ষ ডাক্তার নিয়ামত আলী ফকির, মাওলানা তাওহীদুজ্জামান, মাওলানা মাহমুদুল হাসান শরিয়তপুরী, মোঃ আতিকুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম জামালী, মাওলানা শেখ সাদী,মাওলানা মোশাররফ হোসেন রায়পুরী, মাওলানা আবু বকর, মাওলানা গাজী ইউসুফ মাওলানা আবুল কাশেম রায়পুরী, মাওলানা সালাউদ্দিন জয়নাল, মাওলানা মুশফিকুর রহমান জামাল, মাওলানা আল আমিন ও মাওলানা আবুল হাসান কাসেমী প্রমুখ।