| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই সরকারের: ফখরুল


ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই সরকারের: ফখরুল


রহমত নিউজ     26 July, 2024     05:46 PM    


যেই সরকার নিরীহ মানুষকে হত্যা করে তাদের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে এক বিবৃতিতে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, গত কয়েকদিনে কতজন নিরীহ মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে তা প্রকাশ করতে হবে। পাশাপাশি কি পরিমাণ গোলাবারুদ, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে তাও জানতে চান তিনি।

বিবৃতিতে তিনি আরও বলেন, ছাত্রজনতার ন্যায়সঙ্গত আন্দোলনকে দমনে সেনাবাহিনীকে ব্যবহার গ্রহণযোগ্য নয়। সাধারন মানুষ, বিএনপি নেতাকর্মী ও শিক্ষার্থীদের ব্লক রেড দিয়ে গ্রেফতার করা হচ্ছে। সরকারের হিসেবে এখন পর্যন্ত ৩ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। বিবৃতিতে সান্ধ্য আইন প্রত্যাহার ও সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেয়ার আহ্বানও জানান দলটির এই শীর্ষ নেতা।