| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল কোটা আন্দোলনকারীদের ওপর হামলায় খেলাফত ছাত্র আন্দোলনের নিন্দা ও প্রতিবাদ


কোটা আন্দোলনকারীদের ওপর হামলায় খেলাফত ছাত্র আন্দোলনের নিন্দা ও প্রতিবাদ


রহমত নিউজ     15 July, 2024     10:57 AM    


দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন। রোববার (১৫জুলাই) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন ও সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ এই নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ বলেন, কোটা সংস্কার আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ন এই আন্দোলনে ছাত্রলীগ হামলা করে ক্যাম্পাসের পরিবেশ অশান্ত করে তোলেছে। সরকার কোটা সংস্কার আন্দোলনকে দমানোর জন্য ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে ।

শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে কোটা ব্যবস্থা সংস্কারের আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, কোটা ব্যবস্থাকেে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে এবং আন্দোলনে নিরীহ শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে। নতুবা আন্দোলনের দাবানল দেশব্যাপী ছড়িয়ে পড়বে।