| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইসরাইলে খোঁজ মিলল ১২০০ বছর পুরনো মসজিদের


ইসরাইলে খোঁজ মিলল ১২০০ বছর পুরনো মসজিদের


আন্তর্জাতিক ডেস্ক     23 June, 2022     08:23 AM    


ইহুদিবাদী ইসরাইলে ১২০০ বছর পুরনো একটি মসজিদের খোঁজ পাওয়া গেছে। ইসরাইলের প্রত্নতাত্ত্বিকরা দেশটির দক্ষিণ মরুভূমিতে ১ হাজার ২০০ বছর পুরনো একটি প্রাচীন মসজিদের খোঁজ পাওয়ার কথা জানিয়েছেন। পুরাকীর্তিবীদরা জানিয়েছেন, এ অঞ্চলের মানুষদের খৃষ্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার বিষয়টি সামনে এসেছে এর মাধ্যমে। খবর দ্য গার্ডিয়ান।

ইসরাইলের পুরাকীর্তি অথরিটি জানিয়েছে, বেদুঈন শহরের রাহাতে একটি নতুন আবাসিক অঞ্চল তৈরির কাজ করার সময় মসজিদটির খোঁজ পাওয়া যায়। তারা জানিয়েছে, মসজিদটি প্রায় ১২০০ বছরের পুরনো।

মসজিদটি নেগেভ মরুভূমিতে অবস্থিত। এটিতে একটি রুম এবং মক্কার দিকে মুখ করা একটি মিনার পাওয়া গেছে। মিনারটি দেখেই বোঝা গেছে এটি একটি মসজিদ। আর এ মসজিদটিতে একসঙ্গে কয়েক ডজন মানুষ আদায় করতে পারতেন।

ইসরাইলের পুরাকীর্তি অথরিটি জানিয়েছে, মসজিদটির কাছেই একটি বিলাসবহুল বাড়ি পাওয়া গেছে। সেখানে পাওয়া পুরনো জিনিসপত্র থেকে বোঝা গেছে পরিবারটি ধনী ছিল। এদিকে তিন বছর আগে এই একই এলাকায় আরেকটি মসজিদের খোঁজ পেয়েছিলেন ইসরাইলের পুরাতত্ত্ববীদরা।