| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি হেফাজতকে মোকাবেলা করা হবে: মেনন


হেফাজতকে মোকাবেলা করা হবে: মেনন


নিজস্ব প্রতিনিধি     03 December, 2020     06:44 PM    


ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে হেফাজত ও খেলাফতের অবস্থান রাষ্ট্রদ্রোহিতা ও দেশদ্রোহিতার শামিল দাবি করে এটি রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ভাস্কর্য ও মূর্তি বনাম যে বিতর্ক তোলা হয়েছে, তা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাজধানীতে ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে হেফাজত ও খেলাফতের অবস্থান রাষ্ট্রদ্রোহিতা ও দেশদ্রোহিতার শামিল। এটি রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) ভাস্কর্য বিতর্কসহ সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে ওয়ার্কার্স পার্টির ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

দেশের শীর্ষ আলেম আল্লামা জুনাইদ বাবুনগরীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে মেনন বলেন, তাদের শর্ত মত দেশ পরিচালনা করতে হবে। তারা স্পষ্টভাবেই সরকারের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। এখানে ধৈর্য বা নীরবতার কৌশল নেয়ার কোনো অবকাশ নেই। তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করা ছাড়া আর কোনো পথ নেই।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, কামরুল আহসান, কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।