| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি সভা-সমাবেশ নিষিদ্ধ করে সরকার মুক্তিযুদ্ধের উপর কালিমা লেপন করেছে: আ স ম রব


সভা-সমাবেশ নিষিদ্ধ করে সরকার মুক্তিযুদ্ধের উপর কালিমা লেপন করেছে: আ স ম রব


নিজস্ব প্রতিনিধি     03 December, 2020     06:30 PM    


সভা-সমাবেশ নিষিদ্ধ করে সরকার মুক্তিযুদ্ধের উপর কালিমা লেপন করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তাঁরা এ মন্তব্য করেন।

বিবৃতিতে  তাঁরা বলেন, মুক্তিযুদ্ধের গৌরবান্বিত বিজয়ের মাসে জনগণ যখন স্বতঃস্ফূর্তভাবে মিছিল সভা-সমাবেশে অংশগ্রহণ করে ৭১ এর বিজয়কে উদযাপন করবে, তখন সরকার মিছিল সভা-সমাবেশ নিষিদ্ধ করে মুক্তিযুদ্ধের উপর কালিমা লেপন করেছে।

'ভিন্নমত ও পথ'কে রাষ্ট্রযন্ত্র দ্বারা বল প্রয়োগ করে রুদ্ধ করার মানসিকতা জাতির জন্য অভিশাপ বয়ে আনছে। 'রাজনীতি বিহীন' সমাজ জনমনে বিচ্ছিন্নতার জন্ম দেয়, জনগণকে আত্ম উপলব্ধি থেকে বঞ্চিত করে  এবং ব্যক্তির আত্মবিকাশের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়।

মুক্তিযুদ্ধে গৌরবের বিজয়ের মাসে' জনগণের রাজনৈতিক অধিকার হরণের সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী পদক্ষেপ।