| |
               

মূল পাতা রাজনীতি পুঁজিবাদের অর্থব্যবস্থা কবর দিয়ে কুরআনের অর্থব্যবস্থা বাস্তবায়ন করতে হবে: মাওলানা মামুনুল হক


পুঁজিবাদের অর্থব্যবস্থা কবর দিয়ে কুরআনের অর্থব্যবস্থা বাস্তবায়ন করতে হবে: মাওলানা মামুনুল হক


রহমত নিউজ     05 December, 2025     07:12 PM    


বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশে আমাদের অধিকার চাই, মালিকানা কায়েম করতে চাই। গরিব-মেহনতি মানুষকে ইসলামের বার্তা পৌঁছে দিতে চাই। ইসলাম যে বৈষম্যহীনের কথা বলা হয়েছে। পুঁজিবাদের অর্থব্যবস্থা কবর দিয়ে কুরআনের অর্থব্যবস্থা বাস্তবায়ন করতে হবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘী মাঠে ৫ দফা দাবিতে ৮ দলের সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলানা মামুনুল হক বলেন, আগামীতে বাংলাদেশের সাধারণ মানুষের বিজয়ের মাধ্যমে কোরআনের শাসন শুরু হবে। সোনার বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ এবার আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই। ইসলামের বাংলাদেশ দেখতে চাই। এ সময় তিনি আগামী গণভোটে তিনি ‘হ্যাঁ’ বিজয় করার আহ্বান জানান।

সমাবেশে ৮ দলের ঘোষিত পাঁচ দফা দাবিগুলো হলো— জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগের পরিবেশ নিশ্চিত করা, বিগত সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।