| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল গণভোটের দাবিতে ইসি বরাবর খেলাফত আন্দোলনের স্মারকলিপি প্রদান


গণভোটের দাবিতে ইসি বরাবর খেলাফত আন্দোলনের স্মারকলিপি প্রদান


রহমত নিউজ     30 October, 2025     07:11 PM    


জুলাই জাতীয় সনদের টেকসই আইনিভিত্তি দেয়ার লক্ষে নভেম্বরে গণভোটের আয়োজনের দাবিসহ বিভিন্ন দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১ টায় আগারগাঁও নির্বাচন ভবনে দলের নেতাকর্মীরা স্মারকলিপি প্রদান করেন।

খেলাফত আন্দোলনের প্রতিনিধি টিমে ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, অর্থ সম্পাদক আবুল হাসান, মাওলানা তাওহিদুজ্জামান, মাওলানা মাহমুদুল হাসান প্রমূখ।

প্রধান নির্বাচন কমিশনারের সাথে সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিং দেন খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন।

ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই সনদকে টেকসই আইনিভিত্তি দেয়ার লক্ষ্যে গণভোটের আয়োজন করতে হবে। এছাড়া জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আজকে দেশের ৮ টি রাজনৈতিক দল প্রধান নির্বাচন কমিশনার বরাবর যে স্মারকলিপি পেশ করেছেন এর মূল্যায়ন করা এবং দাবিসমূহ বাস্তবায়ন করা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব। আশাকরি দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে তিনি তা করবেন।