মূল পাতা মুসলিম বিশ্ব কাবুলের মঞ্চস্থ করা নাটক পরিচালিত হচ্ছে দিল্লি থেকে : পাক প্রতিরক্ষামন্ত্রী
শেখ আশরাফুল ইসলাম 29 October, 2025 12:59 PM
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত আফগানিস্তানকে ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে এক ধরনের ‘প্রক্সি যুদ্ধ’ চালাচ্ছে। যেটা তারা ২০২৫ সালের মে মাসের যুদ্ধে পরাজয় ও অপমানের প্রতিশোধ হিসেবে করছে।
তিনি বলেন, কাবুল যে নাটক মঞ্চস্থ করছে, সেটা পরিচালনা হচ্ছে দিল্লি থেকে। তার মতে, আফগান সরকার কোনো স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে না।
বুধবার (২৯ অক্টোবর) পাকিস্তানি গণমাধ্যম এআরওয়াই নিউজের প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।
তালেবান সরকার আফগানিস্তানের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে পারছে না দাবি করে খাজা আসিফ বলেন, আফগানিস্তানের উপর তালেবানের নিয়ন্ত্রণ নেই, এটি আমি বুঝেছি প্রথম দফা আলোচনার সময়েই।
তিনি জানান, কাতার ও তুরস্কের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলো আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানের অবস্থানকে সমর্থন করছে।
মন্ত্রী আরও জানান, তালেবান প্রতিনিধিরা পাঁচবার আলোচনায় অংশ নিয়ে প্রতিশ্রুতি দিয়েও পরে সরে গেছে।
তিনি সতর্ক করে বলেন, যে কেউ ইসলামাবাদের দিকে খারাপ নজরে তাকাবে, তার চোখ উপড়ে ফেলা হবে। পাকিস্তান চায় আফগানিস্তান যেন সম্মানজনক প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আচরণ করে, কারও হাতের পুতুল হিসেবে নয়।
তিনি আরও বলেন, যেসব সাবেক পাকিস্তানি নেতা অতীতে তালেবানকে সহায়তা করেছিলেন, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া উচিত।
সূত্র : এআরওয়াই নিউজ