| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব প্রতিটি আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে : মাওলানা মুজাহিদ


প্রতিটি আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে : মাওলানা মুজাহিদ


মুসলিম বিশ্ব     28 October, 2025     12:58 PM    


ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, সম্প্রতি যেই সমস্যাগুলো তৈরি হয়েছে, আফগান সরকার সেগুলোকে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করতে চায়। কোনো দেশের সঙ্গে সংঘাতে জড়াতে আমরা আগ্রহী নয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) হুররিয়াত রেডিওর প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ অনুসারে, মাওলানা মুজাহিদ বলেন, আফগানিস্তানের ভৌগোলিক সীমানা বা সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হলে তার জবাবে উপযুক্ত প্রতিক্রিয়া দেওয়া হবে। আত্মরক্ষার অধিকার আফগানদের আছে।

তিনি বলেন, আফগান ভূমি কখনোই অন্য দেশের ক্ষতি করার জন্য ব্যবহার করা হবে না।

এমন সময় তিনি এই বক্তব্য দিলেন, যখন যখন আফগান ও পাকিস্তানি প্রতিনিধিদল তুরস্কের ইস্তাম্বুলে টানা তৃতীয় দিনের মতো আলোচনা চালিয়ে যাচ্ছে।

সূত্র : হুররিয়া রেডিও