| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব পালিয়ে যাওয়া হিন্দু ও শিখদের দেশে ফেরার আহ্বান জানালেন আফগান পররাষ্ট্রমন্ত্রী


পালিয়ে যাওয়া হিন্দু ও শিখদের দেশে ফেরার আহ্বান জানালেন আফগান পররাষ্ট্রমন্ত্রী


রহমত নিউজ     20 October, 2025     07:31 PM    


দেশ থেকে পালিয়ে যাওয়া হিন্দু ও শিখ সম্প্রদায়ের সদস্যদের দেশে ফেরার আহ্বান জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি। শুধু তাই নয়, সরকার তাদেরকে পুরনো সম্পত্তি ও ব্যবসা ফেরাতে সহায়তা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

যুদ্ধ-সংঘাতসহ নানা কারণে আফগানিস্তান থেকে পালিয়ে যায় কিছু সংখ্যক হিন্দু, শিখ ও অন্য ধর্মাবলম্বী মানুষজন। মার্কিন বাহিনীকে হটিয়ে ক্ষমতায় আসে তালেবান। স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে দেশটি। এবার আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া হিন্দু ও শিখ সম্প্রদায়ের সদস্যদের দেশে ফেয়ার আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি দিল্লি সফরের সময় প্রতিনিধি দলকে তিনি আশ্বাস দেন, দেশে ফিরলে তাদের পুরনো সম্পত্তি ও ব্যবসা পুনরুদ্ধারে সহায়তা করবে সরকার।

মাওলানা আমির খান মুত্তাকি বলেন, যে হিন্দু ও শিখ ধর্মাবলম্বীরা বিগত কয়েক দশকে ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন, তাদের দেশে ফিরে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আমি কথা দিচ্ছি, হিন্দু ও শিখরা আফগানিস্তানে ফিরলে তাদের পুরনো সম্পত্তি ফিরে পেতে এবং পুরনো ব্যবসার নিয়ন্ত্রণ নিতে সাহায্য করব।

দিল্লির আফগান দূতাবাসে এই বৈঠকে উপস্থিত ছিলেন, ১৩ জন হিন্দু ও শিখ প্রতিনিধি, যারা কয়েক দশক আগে দেশ ছেড়েছিলেন।