রহমত নিউজ 20 October, 2025 08:00 PM
জুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বে গণভোটসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে জুলাই সনদ বাস্তবায়নে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর।
মহানগর নায়েবে আমীর মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন মহানগর নেতা মাওলানা এহতেশামুল হক সাখী।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠন এর সিনিয়র নায়েবে আমীর আল্লামা আবদুল মাজেদ আতহারী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার। তিনি তার বক্তব্যে বলেন, জুলাই শহীদদের রক্তের উপর দিয়ে যে গণঅভ্যুত্থান সংঘটিত হলো সেই জুলাই সনদের বাস্তবায়নাদেশ জারী করা নিয়ে কোন টালবাহানা বা সময় ক্ষেপন মেনে নেওয়া হবে না।
মাওলানা মুসা বিন ইযহার আরও বলেন, অভ্যূথান পরবর্তী সময়ে আমরা দেশবাসী ইনটেরিম গভর্নমেন্টকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছি। এখনও আমরা চাই ইন্টেরিম গভর্নমেন্ট সফল হোক দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাক। সেই সঙ্গে সতর্ক করে বলছি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে গণভোট দিতে গড়িমসি করলে সামনের দিনগুলোতে আন্দোলন তীব্র হবে। জনরোষের কবলে পড়লে পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হবে। সুতরাং অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নাদেশ জারী করে গণভোট দিন।
বিক্ষোভ সমাবেশে আর-ও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহকারী অর্থ সচিব হাজী আনোয়ারুল কবির, কেন্দ্রীয় নেতা মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী, নরসিংদী জেলা আহবায়ক মাওলানা শফিকুল ইসলাম, পল্টন জোনের সেক্রেটারি মুফতী যোবায়ের হোসেন, ছাত্র সমাজের সভাপতি বি এম আমীর জেহাদি, যুব সমাজের অর্থ সচিব মাওলানা এমদাদ সাকী, যুব সমাজের দফতর সচিব মুফতী আযিযুর রহমান, ছাত্র নেতা জাবের হোসেন, এনায়েত উল্লাহ প্রমূখ।