| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আফগানরা কখনোই নিজেদের ভূমি অন্য কারো হাতে দেবে না : বাগরাম ঘাঁটি প্রসঙ্গে মাওলানা মুজাহিদ


আফগানরা কখনোই নিজেদের ভূমি অন্য কারো হাতে দেবে না : বাগরাম ঘাঁটি প্রসঙ্গে মাওলানা মুজাহিদ


শেখ আশরাফুল ইসলাম     07 October, 2025     12:22 PM    


বাগরাম বিমানঘাঁটি আমেরিকার হাতে কখনোই দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাওলানা মুজাহিদ এ কথা জানান।

সোমবার (৬ অক্টোবর) সাক্ষাতকারটি প্রকাশ করেছে স্কাই নিউজ।

সাক্ষাৎকারে মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা কোনো অবস্থাতেই বাগরাম বিমানঘাঁটি আমেরিকার হাতে দেবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “বাগরাম ঘাঁটি আবার আমেরিকার দখলে নেওয়া উচিত” এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইমারাতে ইসলামিয়া।

মাওলানা মুজাহিদ বলেন, আফগানরা কখনোই তাদের ভূমি অন্য কারও হাতে তুলে দেবে না, যে পরিস্থিতিই আসুক না কেন।

আমেরিকার সাথে বৈঠক প্রসঙ্গে মাওলানা মুজাহিদ জানান, ইমারাতে ইসলামিয়ার সরকার আমেরিকার সঙ্গে আলোচনা করেছে আফগান দূতাবাস (ওয়াশিংটনে) এবং আমেরিকার দূতাবাস (কাবুলে) পুনরায় খোলার বিষয়ে। দুই দেশের সম্পর্ক এখনো উত্তেজনাপূর্ণ হলেও এটি এক ধরনের ইতিবাচক কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

মাওলানা মুজাহিদ আরও বলেন,  আফগানিস্তান এখন দৃশ্যমান উন্নতির পথে রয়েছে এবং ইমারাতে ইসলামিয়ার সরকারের অধীনে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা হয়েছে।

সূত্র : স্কাই নিউজ