| |
               

মূল পাতা সারাদেশ মহানগর ময়মনসিংহে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার


ময়মনসিংহে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার


রহমত নিউজ     07 October, 2025     11:22 AM    


ময়মনসিংহে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অপরাধে শামীম আশরাফ নামে এক যুববকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে নগরীর বড় মসজিদ গেইটে যোহর নামাজের পর ধর্ম নিয়ে কটুক্তি করায় শামীম আফরাফকে শাস্তির আওতায় আনার দাবি জানায় সাধারণ মুসল্লিরা। এর প্রেক্ষিতে রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।

এর আগে সোমবার সকাল ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শামীম আশরাফ লেখেন, ‘আমার স্ট্যাটাসের ভাষাগত বৈচিত্র্য ইচ্ছে করেই আনছি। আর দুয়েকদিন গালিময় স্ট্যাটাস দেখা যাবে। মাত্র দুয়েকদিন ধৈর্য ধরুন, প্লিজ। এরপর ভালো হয়ে যামু।’

এর দুই ঘণ্টা পরই আরেকটি পোস্ট দেন। সেই পোষ্টে এক মন্তব্যকারীকে রিপ্লাইয়ে বেহেস্ত নিয়ে কটুক্তি করেন। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ ছড়িয়ে পড়ে।

সোমবার জোহরের নামাজের পর বিক্ষোভ সমাবেশও হয়।

এদিকে, আটক হওয়ার আগে শামীম আশরাফ এক ফেসবুক পোষ্টে জান্নাতকে জড়িয়ে তার করা কমেন্টের জন্য ক্ষমা চেয়েছেন।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় শামীম আশরাফকে রাত পৌনে ১০ টার দিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

শামীম আশরাফ সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয়। তার গ্রাফিটি নামের একটি ডিজাইন প্রতিষ্ঠান রয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: