মূল পাতা আন্তর্জাতিক মুসলমানদের ঈমান-আক্বিদা রক্ষায় কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা জরুরি: মধুপুর পীর
রহমত নিউজ 12 September, 2025 11:14 AM
কুরআন-সুন্নাহর আলোকে ইসলামের মৌলিক বিশ্বাস রক্ষায় খতমে নবুওয়াতের গুরুত্ব অপরিসীম। তাই মুসলমানদের ঈমান-আক্বিদা সুরক্ষার স্বার্থে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা অতীব প্রয়োজন বলে মন্তব্য করেছেন খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক মধুপুর পীর মাওলানা আব্দুল হামিদ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আফতাবনগর মাদরাসা মিলনায়তনে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনের বাস্তবায়ন কমিটির জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন।
মাওলানা আব্দুল হামিদ বলেন, এ বিষয়ে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধি ও কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের লক্ষ্যে প্রত্যেক মুমিন মুসলমানকে যথাসাধ্য সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
এছাড়া তিনি আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনটিকে নবী প্রেমিকদের জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানান।
আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক মহাসম্মেলন শতভাগ সফল করার লক্ষ্যে রাজধানী ঢাকা ও তার আশপাশ এলাকা সহ দেশের সকল বিভাগ ও জেলায় দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
এছাড়া বৈঠকে আহুত মহাসম্মেলনে সৌদি আরব, পাকিস্তান ও ভারতের উল্লেখযোগ্য সংখ্যক খ্যাতিমান ইসলামি স্কলারগণের অংশ গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিশেষে নেতারা দল-মত নির্বিশেষে দেশের সর্বস্তরের আলেম-ওলামা, ইমাম-খতিব এবং তৌহিদী জনতাকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী প্রমুখ।