| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল নারী সংস্কার কমিশনের প্রস্তাব ডাস্টবিনে ছুড়ে ফেলতে হবে : মাওলানা মামুনুল হক


নারী সংস্কার কমিশনের প্রস্তাব ডাস্টবিনে ছুড়ে ফেলতে হবে : মাওলানা মামুনুল হক


রহমত নিউজ     23 April, 2025     07:01 PM    


নারী সংস্কার কমিশনের প্রস্তাব ডাস্টবিনে ছুড়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত ওয়াকফ বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধের দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিলের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক আরও বলেন, নারী বিশারদ যে কমিশন গঠন করা হয়েছে, তারা নারী নাকি পুরুষ; এটা দেখে বোঝা কঠিন। এমন কমিশন দিয়ে বাংলাদেশের আপামর তওহিদী নারী সমাজের প্রতি অপমান করা হয়েছে। কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন মেনে নেওয়া হবে না।

মিছিলের পূর্বে একটি লিফলেট বিতরণ করে বাংলাদেশ খেলাফত মজলিস। সেখানে ভারতের সংসদে বিতর্কিত “ওয়াকফ আইন সংশোধনী বিল ২০২৫” পাস হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। 

গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে ভারতে মুসলমানদের উপর নির্যাতন বন্ধের দাবি জানিয়ে দলের নেতারা বলেন, ভারতে মুসলমানদের উপর চলমান নিপীড়ন-নিধন, মসজিদ ভাঙ্গা ও নামাজে বাধা, মুসলিমদের উপর দাঙ্গা, হত্যা ও হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক বেআইনীভাবে মুসলমানদের গণপিটুনিরে মতো ঘটনা ঘটছে। এমন অবস্থায় আমরা চুপ থাকতে পারি না। মোদি সরকারকে অতি দ্রুত মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

গণমিছিলে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির, নায়েবে আমির, মহাসচিবসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।