| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল পতিতাবৃত্তিকে রাষ্ট্রীয় বৈধতা দেওয়া হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে: খেলাফত আন্দোলন 


পতিতাবৃত্তিকে রাষ্ট্রীয় বৈধতা দেওয়া হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে: খেলাফত আন্দোলন 


রহমত নিউজ     20 April, 2025     08:52 PM    


শনিবার (১৯ এপ্রিল) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। বিতর্কিত সেই প্রতিবেদনে নারী যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতিসহ বেশকিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে, যেগুলো ধর্মীয়ভাবে সাংঘর্ষিক। এবার সেই নারী সংস্কার কমিশন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

সংগঠনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ইসলামে যিনা-ব্যাভিচার হারাম ও জঘন্য অপরাধ। কেউ হালাল মনে করলে ঈমান থাকবে না। এসকল অপরাধে জড়িত ও সহযোগীরা অভিশপ্ত। আল্লাহ পাক অতীতে অনেক জাতিকে যিনা-ব্যভিচার ও সমকামিতার অপরাধে ধ্বংস করে দিয়েছেন। পতিতাবৃত্তিকে রাষ্ট্রীয় বৈধতা দেওয়া হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। 

রোববার (২০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ঢালাওভাবে নারী-নীতির বিরোধী নই। তবে কোন নীতি যদি ইসলাম ও মানবতা বিরোধী হয় তা কোনদিন বরদাস্ত করা হবে না। নারী বিষয়ক সংস্কার কমিশনের উচিত ছিল পতিতাবৃত্তি বন্ধের জন্য সুপারিশ করার। কারণ পতিতাবৃত্তি কোন পেশা বা কর্ম হতে পারে না এটা   নারী জাতির জন্য ইজ্জতের পরিপন্থী জঘন্য অপরাধ। এ পথ থেকে তাদের ফিরিয়ে এনে সম্মানজনক কোনো কাজের ব‍্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। তা না করে নারী বিষয়ক কমিশন পতিতাদের শ্রমিক হিসেবে  স্বীকৃতির দাবি জানিয়ে জঘন্য অপরাধ করেছে, যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জা জনক। এ জঘন্য প্রস্তাব কোন সভ্য জাতি সমর্থন করতে পারে না। পশ্চিমা বিশ্বের কোন অপসংস্কৃতি ৯২ ভাগ মুসলমানদের বাংলাদেশ চলতে দেয়া হবে না।

সংস্কার কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, নারী হিসেবে ন‍্যূনতম লজ্জাবোধ থাকলে ঈমান ও চরিত্র বিধ্বংসী পতিতাবৃত্তির স্বীকৃতি চাইতে পারে না।

বিতর্কিত এ প্রস্তাবের বিরুদ্ধে দেশের মানুষকে রুখে দাঁড়ানোর জন্যও উদাত্ত আহ্বান জানান তিনি।