মূল পাতা মুসলিম বিশ্ব নৃশংসতার সীমা অতিক্রম করল ইসরাইল; গত এক সপ্তাহে ২৭০ ফিলিস্তিনি শিশুকে হত্যা
মুসলিম বিশ্ব ডেস্ক 26 March, 2025 03:33 PM
নৃশংসতার সব সীমা অতিক্রম করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। বিমান ও স্থল হামলায় গাজ্জায় এক সপ্তাহে অন্তত ২৭০ শিশুর প্রাণ গেছে। যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ার নতুন করে সম্প্রতি গাজজ্জায় হামলা শুরু করেছে তেল আবিব।
আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন শিশু মৃত্যুর এই তথ্য জানিয়েছে।
টানা অষ্টম দিনের মতো গাজ্জায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার (২৫ মার্চ) ভোরেও রকেট হামলায় গাজ্জায় ৭ শিশুসহ কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে।
সেভ দ্য চিলড্রেন বলেছে, গত ১৮ মার্চ পুনরায় হামলা শুরুর পর থেকে ২৭০ জনের বেশি শিশু নিহত হয়েছে।
গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে উপত্যকাজুড়ে ইসরাইলের যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৫০ হাজার ১৪৪ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৩ হাজার ৭০৪ জন আহত হয়েছেন।
তবে গাজ্জার সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০-এরও বেশি বলে দাবি করেছে।