| |
               

মূল পাতা জাতীয় আগামীকাল কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করবে বেফাক; যেভাবে দেখা যাবে


আগামীকাল কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করবে বেফাক; যেভাবে দেখা যাবে


রহমত নিউজ     26 March, 2025     05:34 PM    


আগামীকাল (২৭ মার্চ) প্রকাশিত হবে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল।

রোববার (২৩ মার্চ) প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বেফাক। বিজ্ঞপ্তিটি বেফাকের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বেফাক জানায়, ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড)-এর ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ২৬ রমজান ১৪৪৬ হিজরি মোতাবেক ২৭ মার্চ ২০২৫ ঈসাব্দ বৃহস্পতিবার দুপুর ১২.০০ টায় বেফাকের পুরাতন ওয়েবসাইট www.wifaqresult.com-এ প্রকাশিত হবে ইনশাআল্লাহ। এ সময় শুধু ২০২৫ সালের নতুন ফলাফলই প্রদর্শন করা হবে। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ফলাফল এই ওয়েবসাইটে শাওয়াল মাস থেকে দেখা যাবে ‘

যেভাবে ফলাফল দেখবেন :

ব্যক্তিগত ফলাফল দেখার জন্য ইন্টারনেট ব্রাউজার থেকে www.wifaqresult.com সাইটে প্রবেশ করে সন মারহালা ও রোল নম্বর দিয়ে আপনার রেজাল্ট দেখতে পাবেন।

মাদরাসা ওয়ারি ফলাফল দেখার জন্য ইন্টার ব্রাউজার থেকে www.wifaqresult.com এই ঠিকানায় প্রবেশ করে সন মারহালা ইলহাক নম্বর দেওয়ার পর বেফাকে দেওয়া আপনার মাদরাসার ফোন নম্বরের শেষের দুইটি নম্বর দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন।

উল্লেখ্য; গত ৩ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়।