রহমত নিউজ 26 March, 2025 07:22 PM
২৬ মার্চ স্বধীনতা দিবস উপলক্ষে ১৯৭১ সালের শহীদদের স্বরণে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকালে রাজধানীর কামরাঙ্গীরচরে জামিয়া নুরিয়া ইসলামিয়া মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
তিনি বলেন, স্বাধীনতা আল্লাহ পাকের এক মহান নেয়ামত। কিন্তু দেশে ইসলামী হুকুমত না থাকায় স্বাধীনতার প্রকৃত সুফল থেকে জনগণ বঞ্চিতই রয়ে গেছে। মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী আরো বলেন, ১৯৪৭ সালে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য ভারত থেকে পাকিস্তান নামে পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল। স্বাধীনতার পক্ষে ওলামায়ে কেরামের ভূমিকা ছিল অন্যতম। হাজার হাজার উলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন মাওলানা জাফর আহমদ ওসমানী এবং পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন হযরত মাওলানা শাব্বির আহমদ উসমানী (রহ.)। কিন্তু তৎকালীন নেতৃবৃন্দের বিশ্বাসঘাতকতার কারণে পাকিস্তান নামক ভূখন্ডে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। পশ্চিম পাকিস্তানের শাসক যখন পূর্ব পাকিস্তানের জনগণের উপর জুলুম নির্যাতনের স্টিমরোলার চালানো শুরু করেছে, তখনই দেশ স্বাধীনের জোরদার আওয়াজ উঠেছে।
মাওলানা মিয়াজী আরও বলেন, ১৯৭১ এর ২৫ মার্চ এর কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী বর্বর হত্যাযজ্ঞ চালাতে শুরু করেছে। শুরু হয়েছে মুক্তিযুদ্ধ। ২৬ শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। হযরত হাফেজ্জী হুজুর রহ. বলতেন ৭১ এর মুক্তিযুদ্ধ ছিল জালিমদের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম। স্বাধীনতা পরবর্তী ১৯৮১ সালে বাংলাদেশ খেলাফত আন্দোলন গঠন করে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন তিনি। যতদিন পর্যন্ত দেশে ইনসাফের শাসন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত এদেশের মানুষ তাদের প্রকৃত নাগরিক অধিকার ফিরে পাবে না।
এসময় তিনি সকলকে খেলাফত আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মুফতী ইলিয়াস মাদারীপুরী, মুফতী জসিম উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মুফতী কামরুল ইসলাম, মাওলানা তাসলিমুল হাসান মাওলানা রশিদ আহমদ, মাওলানা তানজিমুল হাসান ও মাস্টার আতিকুল ইসলাম প্রমুখ।