| |
               

মূল পাতা জাতীয় ওআইসির বৈঠকে যোগ দিতে সৌ‌দির পথে পররাষ্ট্র উপদেষ্টা


ওআইসির বৈঠকে যোগ দিতে সৌ‌দির পথে পররাষ্ট্র উপদেষ্টা


রহমত নিউজ     06 March, 2025     02:50 PM    


ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে সৌ‌দি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে তাকে বহনকারী ফ্লাইটটি। 

বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসং‌যোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, জেদ্দার উদ্দেশ্যে আজ দুপুরে ঢাকা ছেড়েছেন মো. তৌহিদ হোসেন। সেখানে ওআইসির এক্সট্রাঅর্ডিনারি মিটিংয়ে অংশগ্রহণ করবেন তিনি। 

ওআইসির মন্ত্রী পর্যায়ের এ বৈঠক শেষে আগামী ৮ মার্চ দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে পদক্ষেপ নির্ধারণের জন্য সৌদি আরবের জেদ্দায় মন্ত্রী পর্যায়ের এ বৈঠক আয়োজন করেছে ওআইসি।