| |
               

মূল পাতা বিশেষ প্রতিবেদন অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে : হামাস


অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে : হামাস


মুসলিম বিশ্ব ডেস্ক     02 March, 2025     03:53 PM    


ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও হামাসের মধ্যকার ৪২ দিনের যুদ্ধবিরতির প্রথম পর্যায় শেষ হয়েছে শনিবার। হামাস জানিয়েছে, স্থিতিশীলতা ও বন্দিদের মুক্তি নিশ্চিত করতে স্থায়ী যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়ন দেখতে চায় তারা। এজন্য দ্বিতীয় পর্যায়ের ওপর জোর দিচ্ছে গোষ্ঠীটি।

এক বিবৃতিতে হামাস নেতা মাহমুদ মারদাওই বলেন, এই অঞ্চলে স্থিতিশীলতা ও বন্দিদের মুক্তি নিশ্চিত করার একমাত্র উপায় হলো চুক্তির পূর্ণ বাস্তবায়ন, যা দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়ন দিয়ে শুরু হবে।

তিনি আরও বলেন, ইসরাইলের সঙ্গে প্রাথমিক যুদ্ধবিরতির চুক্তির পর হামাস চায় পুরো চুক্তি বাস্তবায়িত হোক এবং দ্বিতীয় পর্যায়ের শুরুতেই বন্দি বিনিময় প্রক্রিয়া চলুক। সেজন্য, হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতির পরবর্তী পর্যায় বাস্তবায়নের দাবি জোরালো করা হয়েছে।

এদিকে যদিও ইসরাইল প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তবে হামাস স্পষ্টভাবে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে, তারা কেবল তখনই শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে যদি দ্বিতীয় পর্যায়ের আলোচনাগুলো শুরু হয় এবং সম্মতি দেওয়া হয়।

হামাসের দাবি, প্রথম পর্যায়ে ইসরাইল চুক্তির শর্তাবলী পুরোপুরি বাস্তবায়ন করেনি। তাই দ্বিতীয় পর্যায়ের শর্তগুলো যথাযথভাবে পূর্ণ না হলে চুক্তি স্থিতিশীল হবে না এবং বন্দি মুক্তির প্রক্রিয়া সামনে আসবে না।

যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনার গতি অনেকটা ধীর। হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড, শনিবার গাজায় আটক ইসরাইলি জিম্মিদের নিয়ে একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। এমন সময়ে গোষ্ঠীটি জিম্মিদের ভিডিও সামনে এনেছে, যখন ক্ষণস্থায়ী যুদ্ধবিরতির প্রথম পর্ব শেষ হতে যাচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।