| |
               

মূল পাতা জাতীয় গঙ্গার পানি চুক্তি প্রসঙ্গে সোমবার ভারত যাচ্ছে বাংলাদেশি প্রতিনিধি দল


গঙ্গার পানি চুক্তি প্রসঙ্গে সোমবার ভারত যাচ্ছে বাংলাদেশি প্রতিনিধি দল


রহমত নিউজ     02 March, 2025     03:17 PM    


গঙ্গার পানি চুক্তি নিয়ে যৌথ বৈঠকে অংশ নিতে আগামী ভারতে যাবে ১১ সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দল। সোমবার (৩ মার্চ) ভারতে যাবে এই প্রতিনিধি দল। আন্তঃসীমান্ত নদীর জল বণ্টনের জন্য ত্রিশ বছর বয়সী গঙ্গা চুক্তি নবায়নের বিষয়ে এটি হবে যৌথ কমিটির ৮৬ তম বৈঠক।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিযান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী, যৌথ নদী কমিশনের সদস্য মুহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধি দলটি সোমবার (৩ মার্চ) কলকাতায় পৌঁছাবে এবং দু'দিনেই বৈঠক শেষ করে ৫ মার্চ সকালে দেশে ফিরে আসবে। 

ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি নদী রয়েছে। যৌথ নদী কমিশন এসব আন্তঃসীমান্ত নদী নিয়ে বছরে একবার আলোচনা করে। ৩ মার্চ বেলা পৌনে ১১টায় বাংলাদেশি প্রতিনিধিদল কলকাতা পৌঁছাবে। সেদিন দুপুরেই তারা ফারাক্কার উদ্দেশে রওনা দেবেন। পরদিন তারা ফারাক্কায় গঙ্গা নদীর সন্নিহিত এলাকা পরিদর্শন করে ৫ মার্চ কলকাতা ফিরে আসবেন।