রহমত নিউজ 22 February, 2025 07:17 PM
অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদ আমরা আপনাদের তৈরি করে দিয়ে গেলাম। মসজিদ ফেলে রাখলে হবে না। মসজিদে আবাদ রাখতে হবে। নামায পড়তে হবে এখানে আসতে হবে। আমরা যদি নামাজি হই আর সমাজকে যদি আমরা নামাজি সমাজ বানাতে পারি তাহলে আপরাধ প্রবণতা কমে আসবে।
তিনি বলেন, নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। তো আমরা চাচ্ছি আমদের সমাজ অপরাধ মুক্ত হোক। আমাদের সমাজে ভাতৃত্ববোধের বিকাশ ঘটুক এবং সাম্প্রদায়িক সম্পৃতি বিরাজ করুক। এতে করে অন্তরে যদি হিংসা থাকে তাহলে মানবিক গুণাবলি বিনষ্ট হয়ে যায়। আর অন্তরকে যদি পরিষ্কার করতে পারি তাহলে এই জাতি মাথা উঁচু করে দাঁড়াবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিড়ালকোল বাজারে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।
হিংসুক জাতি পৃথিবীতে বড় কোন কাজ করতে পারে না উল্লেখ করে ড. খালিদ হোসেন বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সাওতাল রাখাইন চাকমা সকল জাতের মানুষই এদেশের নাগরিক। বিগত ৫৪ বছরে এদেশের যা অর্জন সেখানে প্রতিটি ধর্মের মানুষের অবদান রয়েছে এবং আমদের এ বাংলাদেশ আমরা সারা দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসেবে আমরা উপস্থাপন করতে চাই।
ধর্মীয় উপাসনালয়ে হামলাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের পাশ্ববর্তী দেশ ভারত, মিয়ানমার দেখুন ওখানে সংখ্যালঘুদের অবস্থা দেখুন আর আমদের দেশে দেখে তুলনা করেন। আমাদের দেশেও যে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটেনা এমন নয়। কিন্তু আমরা কঠোর নির্দেশ দিয়েছি কোন উপাসনালয় কোন ধর্মবলম্বীর মানুষের ওপর হামলা করে তারা দুর্বৃত্ত তারা কালপ্রিট এদের আইনের আওতায় এনে শাস্তি দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে এবং বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মাদ আমাজাদ হোসাইন, পাবনা গণপূর্ত সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী আফছার উদ্দিন।