| |
               

মূল পাতা আন্তর্জাতিক মোদীর অনুরোধ পাত্তা না দিয়ে শিকলে বেঁধে ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে আমেরিকা


মোদীর অনুরোধ পাত্তা না দিয়ে শিকলে বেঁধে ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে আমেরিকা


আন্তর্জাতিক ডেস্ক     17 February, 2025     11:31 AM    


সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে অবৈধ ভারতীয়দের ব্যাপারে সুপারিশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুরোধ পাত্তা না দিয়ে অবৈধ ভারতীয়দের দ্বিতীয় ব্যাচকে মার্কিন সামরিক বিমানে করে আবারও শিকলে বেঁধেই ফেরত পাঠিয়েছে আমেরিকা।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। 

এতে বলা হয়, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পাঞ্জাবের অম্রিতসারের বিমানবন্দরে ১১৬ জন ভারতীয়কে বহনকারী মার্কিন সি-১৭ বিমানটি অবতরণ করে। তাদের মধ্যে ছিলেন দলজিত সিং১১ নামে এক যুবক। 

তিনি জানান, আমেরিকা থেকে অম্রিতসারে আসার সময় তাদের হাত বাঁধা হয়েছিল এবং পায়ে শিকল পরানো হয়েছিল। 

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি ১০৪ জনকে ফেরত পাঠায় আমেরিকা। ওই সময় শিকলে তাদের হাত-পা বাঁধা ছিল। এ নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তবে প্রথম ব্যাচে যে ১০৪ জন ছিলেন তাদের সবার হাত-পা বাঁধা হলেও দ্বিতীয় ব্যাচে পাঠানো নারীদের এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।