| |
               

মূল পাতা আন্তর্জাতিক আমেরিকা-রাশিয়া শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি ইউক্রেন


আমেরিকা-রাশিয়া শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি ইউক্রেন


আন্তর্জাতিক ডেস্ক     17 February, 2025     11:03 AM    


ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে আমেরিকা এবং রাশিয়ার মধ্যকার আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ জানানো হয়নি। ইউক্রেন সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এই তথ্য জানিয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবে অনুষ্ঠিত এই আলোচনায় অংশ নেবে কিয়েভ। ইউক্রেন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইথ কেলগ এই তথ্য নিশ্চিত করেছেন।

কিন্তু ইউক্রেন সরকারের উচ্চপর্যায়ের সূত্রটি বলেছে, আলোচনায় কিয়েভের কোনো প্রতিনিধিদল উপস্থিত থাকবে না। এমনকি ইউরোপীয় নেতাদেরও এই আলোচনায় যোগ দিতে বলা হয়নি। 

ফলে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপীয় নেতারা। ফ্রান্সের রাজধানী প্যারিসে এই সম্মেলনের আয়োজক ফরাসি প্রেসিডেন্ট  ইমানুয়েল মাক্রোঁ। রাশিয়ার সঙ্গে আমেরিকার আলোচনায় ইউরোপকে যুক্ত না করা নিয়ে উদ্বেগ থেকেই ইউরোপীয় নেতারা এই  জরুরি সম্মেলন করছেন। 

হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ নিশ্চিত করেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে আমেরিকা ও রাশিয়ার মধ্যকার প্রথম মুখোমুখি আলোচনার জন্য তিনি রোববার সন্ধ্যায় সৌদি আরব গেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তার দূত স্টিভ উইটকফ ইতোমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন এবং প্রায় তিন ঘণ্টা বৈঠক করেছেন।

সৌদি আরবে অনুষ্ঠেয় আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে রাশিয়ার তরফে কারা উপস্থিত থাকবেন তা এখনও জানা যায়নি।

সূত্র: বিবিসি