মূল পাতা মুসলিম বিশ্ব এবার সিরিয়ায় বিমান হামলা চালাল ফ্রান্স
মুসলিম বিশ্ব ডেস্ক 01 January, 2025 05:18 PM
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পর এবার সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। দেশটিতে নিষিদ্ধ সংগঠন দায়েশের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ফরাসি বাহিনী।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকরনু সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, ফরাসি বাহিনী রবিবার এই হামলা চালানো হয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ ডিসেম্বর সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদ সরকারের পতনের পর এই প্রথম দেশটিতে হামলা চালাল ফ্রান্স। এ হামলা এমন সময় করা হলো যখন আমেরিকা চলতি সপ্তাহে দায়েশের লক্ষ্যবস্তুতে বেশ কয়েক দফা হামলা চালিয়েছে।
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী এক্স পোস্টে বলেন, আমাদের সশস্ত্র বাহিনী লেভান্ট অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত রয়েছে। রবিবার সিরিয়ার মাটিতে দায়েশের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান ও আমেরিকার তৈরি রিপার ড্রোন মধ্য সিরিয়ায় আইএসের দুটি সামরিক লক্ষ্যবস্তুতে মোট সাতটি বোমা ফেলেছে।
ফ্রান্স ২০১৪ সাল থেকে ইরাকে আইএসের বিরুদ্ধে এবং ২০১৫ সাল থেকে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্য।
সূত্র: দ্য গার্ডিয়ান