| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্ত হলেন আরও চারজন প্রসিকিউটর


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্ত হলেন আরও চারজন প্রসিকিউটর


রহমত নিউজ     01 January, 2025     06:47 PM    


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও চারজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (১ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এরা হলেন, মুহাম্মাদ আব্দুস সোবহান তরফদার (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার), শহিদুল ইসলাম সরদার ও ফারুক আহমেদ (ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার) এবং হাসানুল বান্না (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার)।

এর আগে গত ৫ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটরসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চারজন প্রসিকিউটর নিয়োগ করা হয়। চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। পরে আরো কয়েকজনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় লন্ডনভিত্তিক গার্নিকা ৩৭ ল’ ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে।