| |
               

মূল পাতা সারাদেশ জেলা ভোলায় টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে অর্ধশতাধিক ছাত্রী হাসপাতালে


ভোলায় টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে অর্ধশতাধিক ছাত্রী হাসপাতালে


রহমত নিউজ     29 October, 2024     08:27 PM    


ভোলার বোরহানউদ্দিনে টিকা নেওয়ার পর প্রায় অর্ধশতাধিক স্কুলছাত্রী অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার পর ভোলা জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মাদ আজাদ জাহান ও সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম অসুস্থ ছাত্রীদেরকে দেখতে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

জানা গেছে, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে মঙ্গলবার সকালে জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ১৬২ জন ছাত্রীকে বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া হয়। ছাত্রীদের শরীরে টিকা প্রয়োগ করার কয়েক মিনিটের মধ্যে ২/৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর শিক্ষক ও পরিবারের লোকজন তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনার পরপর একের পর এক শিক্ষার্থী অসুস্থ হতে থাকে।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে কারো হাত-পা জ্বালাপোড়া, কেউ বমি করে, কারো মাথা ব্যথা, কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছে এমন সমস্যা দেখা দেয়। অসুস্থ শিক্ষার্থীরা ৫ম, ষষ্ঠ, ৭ম এবং ৯ম শ্রেণির শিক্ষার্থী।

সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম বলেন, এটা মনস্তাত্ত্বিক রোগ, একজন ভয় পেলে তার দেখা দেখি অন্যরাও আতংকিত হয়ে পরে। এতে ভয়ের কিছু নেই।

ভোলা জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মাদ আজাদ জাহান বলেন, আমি খবর পেয়ে সাথে সাথে চলে আসি। তিনি বলেন, জ্ঞানদা মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৮টা থেকে ১৬২ জন শিক্ষার্থীকে এইচপিভি টিকা দেওয়া হয়। এরমধ্যে বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করে এক ছাত্রী মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। এরপর একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর ২টা পর্যন্ত ৬২ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। এরমধ্যে কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর আপাতত ওই স্কুলে টিকাদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আমরা ৫ সদ্যস্যের কমিটি গঠন করেছি তারা ৩ দিনের মধ্যে রিপোর্ট দিবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: বরিশাল ভোলা বোরহান উদ্দিন