রহমত নিউজ 29 October, 2024 08:31 PM
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, হযরত হাফেজ্জী হুজুর রহ. সারা বিশ্বে পরিচিত একজন সর্বজনশ্রদ্ধেয় বুজুর্গ ও আল্লাহর ওলী ছিলেন। তাঁর ছোট্ট খানকায় বসে তিনি সারা পৃথিবীতে দ্বীনের খেদমতের ফিকির করতেন। জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে তিনি নতুন একটি ক্ষেত্রে পদার্পণ করেন।
তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যখন আলেম-উলামারা নির্যাতিত ছিলেন, কুরআন-সুন্নাহর আলোকে দেশ শাসনের কথা উচ্চারণ করা যখন অপরাধ বলে বিবেচিত হত এমন সময় তিনি এদেশে কুরআন-সুন্নাহর আইন প্রতিষ্ঠার জন্য, বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য রাজনীতির ময়দানে আত্মনিয়োগ করেন। তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ খেলাফত আন্দোলন। তাঁর রেখে যাওয়া এই আন্দোলনে আমাদের লেগে থাকতে হবে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বাদ আসর রাজধানীর লালবাগস্থ হাফেজ্জী হুজুর রহ. মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ খেলাফত আন্দোলন লালবাগ থানা শাখার উদ্যোগে আয়োজিত ‘হাফেজ্জী হুজুর রহ. এর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ব্রিটিশ আমল থেকে এদেশে দ্বীনি খেদমতের মাধ্যমে হাফেজ্জী হুজুর রহ. তাঁর কর্মজীবন শুরু করেন। এদেশে তিনি অসংখ্য মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের এমন কোন জেলা নেই যেখানে তাঁর দ্বীনি খেদমতের ছোঁয়া লাগেনি।
তিনি বলেন, মানুষের সবচেয়ে জরুরী বিষয় হল আত্মশুদ্ধি। হাফেজ্জী হুজুর রহ. লালবাগ মাদরাসায়, ফরিদাবাদ মাদরাসা এবং সর্বশেষ নূরিয়া মাদ্রাসায় আত্মশুদ্ধির কাজ করেছেন। সারা দেশ থেকে আলেম-উলামা ও দ্বীনদার মানুষ তাঁর কাছে এসে আত্মশুদ্ধির সবক নিতেন।
খেলাফত আন্দোলন লালবাগ থানা শাখার উপদেষ্টা মাওলানা বাহাউদ্দীনের সভাপতিত্বে এবং মহানগর যুগ্ম সম্পাদক ও লালবাগ থানা আহবায়ক মাওলানা সাইফুল ইসলাম জামালীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ,প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর আমীর মাওলানা মাহবুবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর সেক্রেটারি মোফাচ্ছির হোসাইন, মহানগর বিচার ও আইন বিষয়ক সম্পাদক মুফতী আবু বকর, প্রশিক্ষণ সম্পাদক মুফতী রুহুল আমীন, দফতর সম্পাদক মাওলানা ইকরাম ইলাহি প্রমূখ।