রহমত নিউজ 30 September, 2024 09:27 PM
বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশের ভিসা সহজ করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশি পর্যটকদের নিরাপত্তা দেওয়া, যোগাযোগ সহজ করার বিষয়ে কাজ করতে হবে। বাংলাদেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি পর্যায় থেকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, বৈশ্বিক জিডিপির এক-চতুর্থাংশ অবদান রাখে পর্যটন শিল্প। তাই এ সেক্টরে বেশি পরিমাণে বেসরকারি বিনিয়োগ এবং অর্থপ্রবাহ প্রয়োজন। এ সেক্টরে দীর্ঘ প্রতিযোগিতামূলক বাজার তৈরি করতে বাৎসরিক ১০০ বিলিয়ন বিনিয়োগ করা হচ্ছে।