রহমত নিউজ 08 September, 2024 09:31 PM
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর প্রচ্ছন্ন যুদ্ধের হুমকির প্রতিবাদে আগামীকাল সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেইটে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
রোববার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী।
মাওলানা হামিদী বলেন, ভারত তার দেশের সেনাবাহিনীকে বাংলাদেশের উপর নজর রাখতে বলার বিষয়টি প্রচ্ছন্ন একটি যুদ্ধের হুমকি। এটা বাংলাদেশ কোনভাবেই মেনে নেবে না। তাছাড়া বাংলাদেশ দূর্বল রাষ্ট্র নয়। অপ্রত্যাশিত কিছু হলে মোকাবিলার জন্য সবসময় প্রস্তুত রয়েছে আমাদের দেশ।
তিনি বলেন, ভারতের পানি আগ্রাসন সীমান্ত হত্যাসহ বাংলাদেশের উপর সব ধরণের জুলুম অতি শীঘ্রই বন্ধ করতে হবে। তারা আমাদের প্রতিবেশী, অথচ শত্রুর মতো আচরণ করে। এটি আমরা মেনে নিতে পারি না।
আগামীকালের বিক্ষোভ মিছিলের ব্যাপারে খেলাফত আন্দোলনের নায়েবে আমীর বলেন, আমরা আগামীকালকে ভারতের আগ্রাসন ও ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর প্রচ্ছন্ন যুদ্ধের হুমকির প্রতিবাদে মিছিল করব। এই মিছিলে যোগ দেওয়া প্রত্যেকের ঈমানী দায়িত্ব। তাই আহ্বান জানাচ্ছি, সকলেই দলে দলে বিক্ষোভ মিছিলে যোগ দিন।