মূল পাতা আন্তর্জাতিক পবিত্র আল-আকসা প্রাঙ্গণে ইহুদি উপাসনালয় নির্মাণ করতে চায় ইসরাইলী মন্ত্রী
রহমত নিউজ 27 August, 2024 02:20 PM
ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদি উপাসনালয় নির্মাণের ইচ্ছার কথা জানিয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কট্টরপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির।
তিনি বলেছেন, তিনি পারলে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে একটি ইহুদি উপাসনালয় নির্মাণ করবেন। তার এই মন্তব্য অনেকের মধ্যেই ক্ষোভের জন্ম দিয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির অতীতে বারবারই আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা করার বিষয়ে ইসরাইলী সরকারের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেছেন।
সোমবার দখলদার ইসরাইলী বাহিনীর রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে অতি-কট্টরপন্থি এই মন্ত্রী বলেছেন, যদি সম্ভব হয় তবে তিনি আল-আকসা প্রাঙ্গণে একটি উপাসনালয় তৈরি করবেন। মূলত ইহুদিদের কাছে এই স্থপনাটি টেম্পল মাউন্ট হিসাবে পরিচিত।
সোমবার (২৬ আগস্ট) দেওয়া সাক্ষাৎকারে বেন-গভির বলেন, আমি যদি আমার ইচ্ছামত কিছু করতে পারি তবে আমি এই স্থাপনায় একটি ইসরাইলী পতাকা রাখতাম।
সম্ভব হলে এই স্থানে তিনি কোনও সিনাগগ তৈরি করবেন কি না; একজন সাংবাদিকের এমন প্রশ্নে তিনি সোজাসাপ্টা উত্তর দেন “হ্যাঁ”। অর্থাৎ তিনি আল আকসা প্রাঙ্গণে সিনাগণ তৈরি করতে চান। সিনাগন হচ্ছে ইহুদীদের ধর্মীয় উপাসনালয়।