মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ ভারতে পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিহত
রহমত নিউজ 24 August, 2024 10:38 PM
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না মারা গেছেন। শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাতে পালিয়ে ভারতে প্রবেশের পর মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে বলে জানা গেছে।
আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক নিশ্চিত করে বলেন, পান্না পাহাড়ে উঠতে গিয়ে হার্ট অ্যাটাকের শিকার হন এবং পাহাড় থেকে পড়ে মৃত্যু বরণ করেন
পান্নার বড় ভাইয়ের শ্যালক জসিম উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, তিনদিন আগে পান্নার সঙ্গে তার ফোনে কথা হয়েছে। ২৫ জুলাই তিনি পিরোজপুর শহরের বাড়িতে এসে দু’দিন পর ফিরে যান।
জসিমের দেয়া তথ্যমতে, বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন, সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন পান্না। ওপারেই তার মৃত্যু হয়। সীমান্তের ভারত প্রান্তের একটি থানায় তার মরদেহ রয়েছে বলে জেনেছেন। একই তথ্য জানান, পান্নার ভাগনে ও কাউখালীর চিড়াপাড় সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়েকুজ্জমান মিন্টু।