| |
               

মূল পাতা সারাদেশ জেলা স্মরণকালের ভয়াবহ বন্যা; পানিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু


স্মরণকালের ভয়াবহ বন্যা; পানিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু


রহমত নিউজ     23 August, 2024     05:02 PM    


ভারত থেকে আসা পানির কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত ঝুলন্ত সেতুটি ডুবে গেছে। 

শুক্রবার (২৩ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হ্রদের পানি বৃদ্ধি পেয়ে ডুবে গেছে সেতুর পাটাতন। অনেক জায়গায় ভেঙে গেছে পাটাতনের কাঠ। পানিতে ডুবতে থাকা ভাঙা পাটাতন দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছেন সেতুর অপর প্রান্তে বসবাস করা স্থানীয় লোকজন। অনেকে সেতুর দড়ি ধরে পার হচ্ছেন।

পানি উঠে সেতু ডুবে গিয়ে পর্যটক সমাগম বন্ধ হয়ে গেলে পর্যটকদের হতাশার পাশাপাশি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে ঝুলন্ত ব্রিজ সংশ্লিষ্ট পর্যটকনির্ভর ব্যবসায়ীরা।

ট্যুরিস্ট বোটচালক আবদুল মান্নান বলেন, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত রাঙামাটিতে পর্যটক খরা চলছে। তার ওপর আজ ব্রিজও ডুবে গেল। ব্রিজ ডুবে যাওয়ায় এখন আর পর্যটক আসবে না। আমরা খুব কষ্টে পড়ে গেলাম।

পর্যটন নৌ-ঘাটের ম্যানেজার ফখরুল ইসলাম বলেন, এই বর্ষায় রাঙামাটিতে আশানুরূপ পর্যটক সমাগম হয়নি। তার ওপর ব্রিজে পানি উঠে ডুবে গেছে। আপাতত ব্রিজে পর্যটক ওঠা নিষিদ্ধ করেছে পর্যটন কর্পোরেশন। আমরা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়লাম।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম রাঙ্গামাটি রাঙ্গামাটি সদর