| |
               

মূল পাতা জাতীয় বাংলাদেশের বন্যা নিয়ে ঠাট্টা, ভারতীয় মিডিয়ার ওয়েবসাইট হ্যাকড


বাংলাদেশের বন্যা নিয়ে ঠাট্টা, ভারতীয় মিডিয়ার ওয়েবসাইট হ্যাকড


রহমত নিউজ     22 August, 2024     08:31 AM    


বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে ‘ঠাট্টা’ করে সংবাদ প্রকাশ করায় ভারতের নিউজ সম্প্রচার সংস্থা জি মিডিয়া করপোরেশন লিমিটেডের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যার পর থেকে জি মিডিয়ার ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ওয়েবসাইটটি বন্ধ দেখায়। সেখানে ফ্রন্টপেইজে লেখা, ‘সিস্টেম এডমিন বিডি’ কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে।

এ ছাড়া ফ্রন্টপেইজে হ্যাকাররা একটি বার্তা দিয়েছেন। যেখানে লেখা রয়েছে, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ঠাট্টা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। এ নিয়ে আরও কাদা ছোড়াছুড়ি করলে নিউজ চ্যানেল দখল এবং ধ্বংস করে দেয়া হবে।’

উল্লেখ্য, বুধবার (২১ আগস্ট) সন্ধায় Zee24 এর একটি সংবাদ শিরোনাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ভারতীয় সংবাদমাধ্যমটি লিখেছে- ‘ভারত ছাড়ল জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি...’ । এই শিরোনামের সংবাদটি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। সংবাদটি ঘিরে ভারতের সমালোচনাও করতে দেখা যায় অনেককে। বেশিরভাগ ব্যবহারকারী এটিকে ভারতের অবন্ধুসুলভ আচরণ বলে ক্ষোভ প্রকাশ করছেন।