| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভারতের কর্ণাটকে বাসে নামাজ পড়ার জন্য চালক বরখাস্ত


ভারতের কর্ণাটকে বাসে নামাজ পড়ার জন্য চালক বরখাস্ত


শেখ আশরাফুল ইসলাম     02 May, 2025     02:50 PM    


ভারতের কর্ণাটকে বাসে নামাজ পড়ার জন্য এবার চালককে বরখাস্ত করার ঘটনা ঘটেছে। বাস চালক এ. আর. মোল্লার নামাজ পড়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

গত মঙ্গলবার (২৯ এপ্রিল) হাঙ্গাল থেকে বিশালগড় যাওয়ার পথে বাস থামিয়ে নামাজ আদায় করেন সেই চালক। এই ঘটনার পর কর্ণাটকের হিন্দুত্ববাদী বদলি মন্ত্রী রামালিঙ্গ রেড্ডি কর্ণাটক রাজ্য পরিবহন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে একটি চিঠি লিখে চালকের বিরুদ্ধে অভিযোগের তদন্তের অনুরোধ করেন।

চিঠিতে বলা হয়, নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে, তবে কেউ যখন কর্তব্যরত থাকেন তখন এই ধরনের কাজ (নামাজ) করা উচিত নয়।

ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে সেই জন্য দ্রুত পদক্ষেপ নিতেও বলা হয় চিঠিতে।

রামালিঙ্গ রেড্ডি সেই চিঠিতে আরও লিখেছেন, প্রত্যেক ব্যক্তির ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে কিন্তু সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিদের অবশ্যই কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে, যাত্রাপথে যাত্রী ভর্তি বাস থামানো আপত্তিকর।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে দেখা গেছে, অনেক যাত্রীর দ্বারা মুসলিম-বিরোধী বিদ্বেষ প্রকাশিত হচ্ছে। অনেকেই আবার নামাজ আদায়ের জন্য চালককে কটু কথাও শোনাচ্ছে। কেউ কেউ পক্ষেও বলেছেন অবশ্য। 

জানা যায়, ঘটনার তদন্ত চলমান। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত, মোল্লাকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।

সূত্র : মুসলিম মিরর, এনডি টিভি