রহমত নিউজ 05 August, 2024 09:38 AM
দেশব্যাপী সোমবারের (৫ আগস্ট) গণমিছিল কর্মসূচি প্রত্যাহার করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছে দলটি।
দলটির প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ আগস্টের সারা দেশে অনুষ্ঠাতব্য আগামীকাল ৫ আগস্ট সোমবারের গণমিছিল প্রত্যাহার করা হয়েছে।
চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জরুরি সভা থেকে ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে সন্ত্রাসী হামলায় অগণিত নিহতের প্রতিবাদ জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখ চরমোনাই, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ, কেএম আতিকুর রহমান, আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম আলআমিন, মাওলানা দেরাওয়ার হোসাইন সাকী, জিএম রুহুল আমিন, হাফেজ মাওলানা নূরুল করীম আকরাম, মাওলানা আরিফুল ইসলাম, আব্দুল আউয়াল মজুমদার।