| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি এখনও হাজারও আজিজ-বেনজীর রয়ে গেছে: রিজভী


এখনও হাজারও আজিজ-বেনজীর রয়ে গেছে: রিজভী


রহমত নিউজ     13 July, 2024     05:20 PM    


দুর্নীতি করা এমন হাজারও আজিজ-বেনজীর এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে। আজিজ, বেনজীর, মতিউর, আবেদ আলীদের নাম গণমাধ্যমে ফাঁস হয়েছে। কিন্তু এখনও রাঘব বোয়ালদের নাম আসেনি। হাজারও আজিজ-বেনজীর এখনও রয়ে গেছে।

শনিবার (১৩ জুলাই) দুপুরে নয়াপল্টনে ভাসানী ভবনে ওলামা দলের পরিচিতি সভায় তিনি এ  কথা বলেন।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশকে ভারতের নয়া উপনিবেশ বানানোর চেষ্টা করছেন শেখ হাসিনা। রেল চুক্তির মাধ্যমে করিডোর দিয়ে তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছেন।

রিজভী বলেন, ভারতকে নিরাপদ করতে বাংলাদেশকে অনিরাপদ করা হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনার কবল থেকে এই দেশকে মুক্ত করতে হবে।

কোটা প্রসঙ্গে তিনি বলেন, ২০১৮ সালে তিনি (শেখ হাসিনা) কোটা বাদ দিলেন। শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়েছিল। কিন্তু এই সরকার আদালতের মাধ্যমে আবার কোটা বহাল করলেন। শুধুমাত্র ছাত্রলীগকে চাকরি দিতেই তা করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আদালত আর শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই। শেখ হাসিনার কথার বাইরে কেউ এক পা যেতে পারে না।