| |
               

মূল পাতা সারাদেশ জেলা বিয়ের দাওয়াত দিতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল হবু বরের


বিয়ের দাওয়াত দিতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল হবু বরের


মফস্বল ডেস্ক     10 July, 2024     08:49 PM    


চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরিচাপায় জুয়েল মাহমুদ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১০ জুলাই) দুপুরে সীতাকুণ্ড পৌর সদরের বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

জুয়েল মাহমুদ উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নে পূর্ব ধর্মপুর এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জুয়েল মাহমুদ দীর্ঘদিন সৌদি থাকতেন। পারিবারিকভাবে নগরীর মনসুরাবাদ এলাকার একটি মেয়ের সঙ্গে মোবাইল ফোনে আকদ সম্পূর্ণ হয়। কথা ছিল দেশে আসলেই বিবাহোত্তর অনুষ্ঠান সম্পন্ন হবে। তাই গত ৫ জুলাই সৌদি আরব থেকে দেশে আসেন। চলতি মাসের ২৪ জুলাইয়ে উভয় পরিবারের সিদ্ধান্তে বিয়ের দিনক্ষণ ঠিক হয়। তাই আত্মীয়স্বজনদের বিয়ের দাওয়াত দিতে বের হন জুয়েল মাহমুদ।

বুধবার দুপুরে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বারৈয়ারঢালা ইউনিয়নের ইউপি সদস্য শামীম সারোয়ার বলেন, আগামী ২৪ জুলাই তার বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে। কিন্তু সড়ক দুর্ঘটনায় বিয়ের আনন্দটা বিষাদে পরিণত হয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে শুনেছি, কিন্তু ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পায়নি। পরিবার মরদেহ বাড়ি নিয়ে গেছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম চট্টগ্রাম সীতাকুন্ড